Ami Tomar Sathe Ekla Hote Chai Lyrics
Ami Tomar Sathe Ekla Hote Chai -Lyrics in full
Song : Ami tomar sathe ekla hote chai
Singer : Parama Banerjee

Ami Tomar Sathe Ekla Hote Chai Lyrics
আমি তোমার সাথে একলা হতে চাই ! (X ২)
তোমায় ছুঁয়ে স্বপ্ন, সেই স্বপ্নে ভেজা রং,
রঙের নেশা গন্ধে, ভালবাসায় নতুন হতে চাই . .!!
আলো আর নির্জনতায় তোমার সাথে একলা হতে চাই।
আমি তোমার সাথে একলা হতে চাই . .
আমি তোমার সাথে একলা হতে চাই
শরীর যেন জানলা, সেই জানলা জুড়ে আকাশ (X ২)
আকাশ ভেঙে বৃষ্টি, বৃষ্টিতে ডুবে যাই
উষ্ণ আবেশে ধন্য শুধু ভালবাসারই জন্য
আমি নিজের কাছে অন্য হতে চাই
আমি তোমায় ছুঁয়ে একলা হতে চাই
তোমার সাথে একলা হতে চাই
তোমায় ছুঁয়ে স্বপ্ন, সেই স্বপ্নে ভেজা রং
রঙের নেশা গন্ধে, ভালবাসায় নতুন হতে চাই
আলো আর নির্জনতায় তোমার সাথে একলা হতে চাই !
আমি তোমার সাথে একলা হতে চাই !
মেঘের চোখে জ্যোত্স্না , সেই জ্যোত্স্না ঝোড়ো বাতাস,
বাতাস ভেঙে রোদ্দুর, রোদ্দুরে ভিজে যাই !
ডাকছে মায়ার অন্য শুধু একটু ছোঁয়ার-ই জন্য
আমি তোমার কাছে অন্য হতে চাই,
আমি তোমায় ছুঁয়ে অন্য হতে চাই !
আমি তোমার সাথে একলা হতে চাই
আমি তোমার সাথে একলা হতে চাই
তোমায় ছুঁয়ে স্বপ্ন, সেই স্বপ্নে ভেজা রং,
রঙের নেশা গন্ধে, ভালবাসায় নতুন হতে চাই
আলো আর নির্জনতায় তোমার সাথে একলা হতে চাই।
আমি তোমার সাথে একলা হতে চাই !