Bhalobashi Bhalobashi Lyrics
Bhalobashi Bhalobashi Rabindrasangeet lyrics
Bhalobashi Bhalobashi lyrics
Bhalobashi, Bhalobashi,
Ei surey kache dure jole sthole bajay banshi .
Akashe kar buker majhe byatha baje,
Digonte kar kalo ankhi ankhir jole jaay bhasi.
Atol rodon uthe duley .
Sei sure baje mone okarone
Bhule-jaoya ganer bani, bhola diner kandon-hasi .
ভালোবাসি, ভালোবাসি
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়, বাজায় বাঁশি।।
ভালোবাসি ভালোবাসি
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি।
ভালোবাসি ভালোবাসি।
সেই সূরে সাগরকূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে।।
সেই সুরে বাজে মনে অকারণে
ভুলে-যাওয়া গানের বাণী,
ভোলা দিনের কাঁদন-হাসি
ভালোবাসি, ভালোবাসি
ভালোবাসি, ভালোবাসি
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি।
ভালোবাসি ভালোবাসি
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি।
ভালোবাসি ভালোবাসি।
ভালোবাসি, ভালোবাসি।।
Sokhi bhabona kahare bole lyrics