Tomake chai Suman Lyrics

Tomake chai lyrics by Kabir Suman aka Suman Chatterjee Full lyrics.

Prothomoto- ami tomake chai
Ditiyoto -ami tomake chai
Tritiyoto -ami tomake  chai
Sesh porjonto tomake  chai


Nijhum andhakare tomake chai
Raat bhor holey ami tomake chai
Sakaler koishore tomake chai
Sandhyer abakashe tomake chai.


Baishaki jhorey ami tomake chai
Asharer meghey ami tomake chai
Srabone srabone ami tomake chai
Akal bodhoney ami tomake chai


Kobeykar kolkata sahorer pothey
Purono notun mukh ghare imaratey
Ogunti manusher klanto michiley
Ochena chhutir chhonya tumi ene diley
Nagarik klantitey tomake chai
Ek phota shantitey tomake chai
Bahu duur hente esay tomake chai
E jibon bhalobeshey tomake chai


Chourastar morey parke dokane
Sahorey ganjey gramey ekhaney okhane
Station terminus hatey bondore
Achena drawing room a chena andore
Balish toshok kantha purono chadore
Thanda sheeter raatey leper adorey
Korikathey choukathey madurey paposhe
Hashi raag abhimaan jhogra aposhe
Tomake chai tomake chai
Tomake chai tomake chai


Ek cup chaaye ami tomake chai
Daine o baye ami tomake chai
Dekha na dekhay ami tomake chai
Na bola kothay ami tomake chai .
Shirshendur kono notun novele
Hothat porte bosha Abol tabole
Oboddho kobitay thumri kheyale
Slogane slogane dhaka deyale deyale.

Salil chowdhurir phele asa gaane
Chourasiar banshi mukhorito prane
Bhule jaowa Himangshu Dutter surey
Sei kobekar onurodher asore
Tomake chai..Tomake chai..
Tomake chai..Tomake chai

Onurodhe minotite tomake chai
Bedonar artite tomake chai
Dabi dawa chahiday tomake chai
Lojja dwidhay ami tomake chai
Odhikar bujhe neya prokhor dabite
Shara raat jege anka loraku chhobite
Chhip chhipe kobitar chhonde bhashay
Godyer juktite banchar ashay


Srenihin somajer chiro basonay
Dinbodoler khide bhora chetonay
Dwidha donder din ghonchar swapne
Samyobader daak ghume jagorone
Bikkhove biplobe tomake chai
bhison oshomvob e tomake chai
Shanti oshanti te tomake chai
Ei bibhrantite tomake chai
Prothomoto-  ami tomake chai
Dwitiyoto- ami tomake chai
Tritiyoto -ami tomake chai
Shesh porjonto tomake chai

Tomake Chai Suman lyrics



Tomake Chai Suman Lyrics


কবীর সুমন / সুমন চট্টোপাধ্যায়

প্রথমত -আমি তোমাকে চাই,
দ্বিতীয়ত -আমি তোমাকে চাই,
তৃতীয়ত- আমি তোমাকে চাই,
শেষ পর্যন্ত তোমাকে চাই.

নিঝুম অন্ধকারে তোমাকে চাই,
রাতভোর হলে আমি তোমাকে চাই,
সকালের কৈশোরে তোমাকে চাই,
সন্ধের অবকাশে তোমাকে চাই,
বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই,
আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই,
শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই,
অকালবোধনে আমি তোমাকে চাই.

কবেকার কলকাতা শহরের পথে
পুরোনো নতুন মুখ ঘরে ইমারতে
অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে
অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে
নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই,
এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই,
বহুদূর হেঁটে এসে তোমাকে চাই,
এ জীবন ভালোবেসে তোমাকে চাই,
চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে,
শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে,
স্টেশন টার্মিনাস ঘাটে বন্দরে,
অচেনা ড্রয়িংরুমে চেনা অন্দরে,
বালিশ তোশক কাঁথা পুরোনো চাদরে,
ঠান্ডা শীতের রাতে লেপের আদরে,
কড়িকাঠে চৌকাঠে মাদুরে পাপোষে ,
হাসি রাগ অভিমানে ঝগড়া আপোসে,
তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই

এক কাপ চায়ে আমি তোমাকে চাই,
ডাইনে ও বাঁয়ে আমি তোমাকে চাই,
দেখা না দেখায় আমি তোমাকে চাই,
না-বলা কথায় আমি তোমাকে চাই,

শীর্ষেন্দুর কোন নতুন নভেলে
হঠাত্ পড়তে বসা আবোল তাবোলে
অবোধ্য কবিতায় ঠুংরি খেয়ালে
স্লোগানে স্লোগানে ঢাকা দেয়ালে দেয়ালে
সলিল চৌধুরীর ফেলে আসা গানে
চৌরাশিয়ার বাঁশি মুখরিত প্রাণে
ভুলে যাওয়া হিমাংশু দত্তর সুরে
কোন্ কবেকার অনুরোধের আসরে
তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই

অনুরোধে মিনতিতে তোমাকে চাই
বেদনার আর্তিতে তোমাকে চাই
দাবীদাওয়া চাহিদায় তোমাকে চাই
লজ্জা-দ্বিধায় আমি তোমাকে চাই

অধিকার বুঝে নেওয়া প্রখর দাবীতে
সারারাত জেগে আঁকা লড়াকু ছবিতে,
ছিপছিপে কবিতার ছন্দে ভাষায়,
গদ্যের যুক্তিতে বাঁচার আশায়,
শ্রেণীহীন সমাজের চির বাসনায়,
দিনবদলের খিদে ভরা চেতনায়,
দ্বিধাদ্বন্দের দিন ঘোচার স্বপ্নে,
সাম্যবাদের গান ঘুমে জাগরণে,
বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই,
ভীষণ অসম্ভবে তোমাকে চাই,
শান্তি অশান্তিতে তোমাকে চাই,
এই বিভ্রান্তিতে তোমাকে চাই

Jatiswar Lyrics

Kabir Suman Songs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *