Tar biday belar malakhani
Tar biday belar malakhani song lyrics Bengali English notation
Tar bidaay -belar malakhani amar gole re
Dole dole buker kachhe pole pole re
Gandho tahar koane khone jage phagun samirane
Gunjorito kunja tole re
Diner seshe jete jete pother pore
Chhayakhani miliye dilo banantare
Sei chaya ei amar mone sei chaya oi kaanpe bone
Kaanpe sunil diganchale re
Tar biday belar malakhani song lyrics Bengali
তার বিদায়বেলার মালাখানি আমার গলে রে
দোলে দোলে বুকের কাছে পলে পলে রে॥
গন্ধ তাহার ক্ষণে ক্ষণে জাগে ফাগুনসমীরণে
গুঞ্জরিত কুঞ্জতলে রে॥
দিনের শেষে যেতে যেতে পথের ‘পরে
ছায়াখানি মিলিয়ে দিল বনান্তরে।
সেই ছায়া এই আমার মনে, সেই ছায়া ওই কাঁপে বনে,
কাঁপে সুনীল দিগঞ্চলে রে॥