Autograph Lyrics in Bengali Script

Autograph, that set the box office ringing for Bengali film industry, is going great guns ! Srijt Mukherjee, Anupam Roy, Prasenjit, and Debajyoti Mishra all proved to be a lethal combination. Enjoy the lyrics of this Bengali movie in your own language.


1. Amake amar moto thakte dao

গানের কথা : অনুপম রায়

গায়ক : অনুপম রায়

autograph 2
আমাকে আমার মতো থাকতে দাও
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি
যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন

তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয়
কিছু সন্ধ্যের গুড়ো হওয়া কাঁচের মতো
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
দূরবীনে চোখ রাখবোনা
না না না না …

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পার খোঁজার

কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজোনা আমায়
আশে পাশে আমি আর নেই
আমার জন্য আলো জ্বেলোনা কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো না
না
না না ………..

তোমার রক্তে আছে স্বপ্ন যত
তারা ছুটছে রাত্রি দিন নিজের মতো
কখনো সময় পেলে একটু ভেবো
আঙ্গুলের ফাঁকে আমি কই ?
হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে
যত শুকনো পেয়াজ-কলি ফ্রীজের শীতে
আমি ওবেলার ডালভাত ফুরিয়ে গেছি
গেলাসের জলে ভাসবো  না না
না না না …..

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে
পাড় খোঁজার……

2. Beche thakar gaan… 

গানের কথা : অনুপম রায়

গায়ক : রূপম ইসলাম / সপ্তর্ষি মুখার্জী


যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা

জেনো কেড়ে নিতে দেবোনা

যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা

জেনো আমি ছাড়তে দেবোনা


আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ

আর আমি আমি জানি প্রতি রাতে হয়রানি , হারানো শব্দের খোঁজ


আর এভাবেই নরম বালিশে, তোমার ওই চোখের নালিশে

বেঁচে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান


আর এভাবেই মুখের চাদরে, পরিচিত হাতের আদরে

বেঁচে থাক রাতে পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান


যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি

তবু হেরে যেতে দেবোনা

যদি বেচে দিতে বলে শিকড়ে বাধা মাটি

জেনো আমি বেচতে দেবোনা


আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ

আর আমি আমি জানি প্রতি রাতে হয়রানি , হারানো শব্দের খোঁজ


আর এভাবেই নরম বালিশে, তোমার ওই চোখের নালিশে

বেঁচে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান


আর এভাবেই মুখের চাদরে, পরিচিত হাতের আদরে

বেঁচে থাক রাতে পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান…..

3. Chol rastay saaji tramline

গানের কথা : শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

গায়ক / গায়িকা : শ্রেয়া ঘোষাল / প্রিয়ম মুখার্জী

চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে couplet
আহা উত্তাপ কত সুন্দর তুই thermometer -এ মাপলে
হিয়া টুপটাপ জিয়া নস্টাল ( nostal -gia ) , মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি

প্রিয় বন্ধুর পাড়া নিঝ্ঝুম চেনা চাঁদ চলে যায় রিকশায়
মুখে যা খুশি বলুক রাত্তির শুধূ চোখ থেকে চোখে দিক সায়
পায়ে  ঘুম  যায় একা ফুটপাথ, ওড়ে মোড়া প্লাস্টিক
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস

চল রাস্তায় সাজি ট্রাম লাইন..

পোষা বালিশের নিচে পথ-ঘাট, যারা সস্তায় ঘুম কিনতো
তারা কবে ছেড়ে গেছে বন্দর , আমি পাল্টে নিয়েছি রিং টোন
তবু বারবার তোকে ডাক দিই একি উপহার নাকি শাস্তি (২)
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস

চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে couplet
আহা উত্তাপ কত সুন্দর তুই thermometer -এ মাপলে
হিয়া টুপটাপ জিয়া নস্টাল, মিঠে
কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি

চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেট
আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে  মাপলে
হিয়া টুপটাপ জিয়া নস্টাল, মিঠে
কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি

>>>

>>>

4. Uthche jege sakalgulo ….

গানের কথা : সৃজিত মুখোপাধ্যায় / মুখার্জী

গায়িকা : শ্রেয়া ঘোষাল

উঠছে জেগে সকালগুলো , পাশ ফিরে মন আবার শুলো
এবার তোকে আদর চোখে দেখবে সে
দেখবে দামাল প্রেম কি রকম , মন্ত্র ছাড়াই জ্বেলেছে হোম
কাঁপছে আলো.. বাসবে ভালো সব শেষে

উঠছে জেগে সকালগুলো , পাশ ফিরে মন আবার শুলো
এবার তোকে আদর চোখে দেখবে সে
দেখবে দামাল প্রেম কি রকম , মন্ত্র ছাড়াই জ্বেলেছে হোম
কাঁপছে আলো.. বাসবে ভালো সব শেষে

আয় চলে আয় কোনো অন্য সুরে গান ধরে
আয় চলে কারণ বারণ সব যাক সরে
আয় চলে আয় আজ উড়বো কথার প্রান্তরে
আয় চলে আয় আজ তোর সাথে হই একঘরে

খুনসুটি আর ঝগড়াঝাটি, আড্ডা হবে খুব জমাটি

দেয়াল ঘড়ি পিছল সুরে রাখবে তাল
পরকীয়ায় তোর ভ্রুকুটি , শীতের দুপুর গুটি শুটি
কিম্বা রাতের আবছাযাতে রংমশাল

আয় চলে আয় কোনো অন্য সুরে গান ধরে
আয় চলে কারণ বারণ সব যাক সরে
আয় চলে আয় আজ উড়বো কথার প্রান্তরে
আয় চলে আয় আজ তোর সাথে হই একঘরে

আয় চলে আয় …….চলে আয় ….

Listen Autograph songs onlineClick here

>>>>>>

Titbits  : Who says what about the popularity of the song Amake amar moto :


Rupam Islam (Singer) : “আমার লেখা ‘একলা ঘর আমার দেশ/ আমার একলা থাকার অভ্যেস’ও খুব জনপ্রিয় হয়েছিল। কই তখন তো কেউ জিজ্ঞেস করেনি, কেন এই গানটা জনপ্রিয় হল। তবু বলব, এই সব একা থাকার গান জনপ্রিয় হওয়ার কারণ একটাই, আমাদের একান্নবর্তী পরিবার ভেঙে গেছে। সম্পর্ক আজ দু’-তিন জনের মধ্যে সীমাবদ্ধ। সেই সম্পর্কের ভিতও নড়ে যাচ্ছে। তাই একা থাকার অভ্যেসকে ভালবেসে মানুষ এই সব গানকে আপন করছে।”

Rupankar (Singer) : আমাকে আমার মতো’ গানে অনুপমের গলাটা অনেকটা পাশের বাড়ির ছেলের মতো। খুব ঝকঝকে পেশাদারিত্ব নেই, নেই অনুশীলনের ভার। গানটায় যন্ত্রানুষঙ্গের ব্যবহারও খুব সীমিত। তাতে করে মানুষের মনে হচ্ছে এ গানটা বেশ সহজ। সহজে গাওয়া যায়। আর কঠিন কথা সহজ করে বলার গভীরতা তো আছেই।”

Tags : অটোগ্রাফ , বাংলা সিনেমা , ২০১০, প্রসেনজিত চট্টোপাধ্যায়, চ্যাটার্জী,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *