Proshno kobita -Rabindranath Tagore

Proshno kobita Rabindranath Tagore in Bengali, English, Prashna Rabindranatha Thakur er lekha, pdf, summary,

Proshno kobita Rabindranath Tagore

Proshno ( Shishu )

মা গো, আমায় ছুটি দিতে বল্‌,

        সকাল থেকে পড়েছি যে মেলা।

এখন আমি তোমার ঘরে ব’সে

        করব শুধু পড়া-পড়া খেলা।

তুমি বলছ দুপুর এখন সবে,

        নাহয় যেন সত্যি হল তাই,

একদিনও কি দুপুরবেলা হলে

        বিকেল হল মনে করতে নাই?

আমি তো বেশ ভাবতে পারি মনে

        সুয্যি ডুবে গেছে মাঠের শেষে,

বাগ্‌দি-বুড়ি চুবড়ি ভরে নিয়ে

        শাক তুলেছে পুকুর-ধারে এসে।

আঁধার হল মাদার-গাছের তলা,

        কালি হয়ে এল দিঘির জল,

হাটের থেকে সবাই এল ফিরে,

        মাঠের থেকে এল চাষির দল।

মনে কর্‌-না উঠল সাঁঝের তারা,

        মনে কর্‌-না সন্ধে হল যেন।

রাতের বেলা দুপুর যদি হয়

        দুপুর বেলা রাত হবে না কেন।

Proshno Kobita Rabindranath Tagore ( Parishesh )

ভগবান, তুমি যুগে যুগে দূত, পাঠায়েছ বারে বারে

                     দয়াহীন সংসারে,

তারা বলে গেল “ক্ষমা করো সবে’, বলে গেল “ভালোবাসো–

                     অন্তর হতে বিদ্বেষবিষ নাশো’।

বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির-দ্বারে

আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে।

আমি-যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে

               হেনেছে নিঃসহায়ে,

আমি-যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে

               বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে

আমি-যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে

কী যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে।

কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীতহারা,

                 অমাবস্যার কারা

লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে,

                 তাই তো তোমায় শুধাই অশ্রুজলে–

যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,

তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো।

Jodi tor dak shune Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *